দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য তাদের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, ও সাধারণ সম্পাদক মো. মমিনুল হক রাব্বী, ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
গত সোমবার (২৫ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় নতুন বাবুপাড়ায়, বৈষম্য ছাত্র আন্দোলনে আহতের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য তাদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন, আহতরা হলো চোখে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় আই হাসপাতালে চিকিৎসাধীন মো: শুভ (২৪), ও চোখে গুলিবিদ্ধ মো: মাহিন (১৯), দুপায়ে ১০৮ স্প্রিন্ট বুলেটবিদ্ধ,
মো: জুবায়ের (২০), এই তিনজনের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
একইসাথে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাতও কামনা করেন তারা।