ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৪৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

"বিজ্ঞান শিক্ষার অগ্রাধিকার, সমৃদ্ধ করবে জ্ঞানের ভান্ডার" এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

সহকারি শিক্ষক কাজলী গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ।

অনুষ্ঠান সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বিজ্ঞান মেলায় ৬৭টি স্টল বসে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।