৫১৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল বাজারে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ঢাকাগামী একটি ট্রাক থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
এ সময় গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম (২৯), বীরগঞ্জ উপজেলার কল্যানী বাজার গ্রামের মোঃ রব্বানী (৩৫) এবং দিনাজপুর সদর উপজেলার কুসুম্বি গ্রামের শাকিল ইসলাম (২১)।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ৫১৭ বোতল ফেনসিডিল একটি ট্রাকে অন্যান্য মালামালের সঙ্গে সাজিয়ে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে র্যাব-১২ এর সদস্যগণ উক্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ এসব ফেনসিডিল আটক করে।
এ সময় ট্রাকটিও আটক করা হয়। আটক ব্যবসায়ীদেরকে সলংগা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :