ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঝিকরগাছায় মাঠের মধ্যে মরদেহ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:৫৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বায়সা চাঁদপুর মাঠে রেজাউল হোসেনের (৪৫) মরদেহ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।

মৃত রেজাউল হোসেনের স্ত্রী সুখী খাতুন (৪০) জানান, আমার স্বামী একজন তরকারি ব্যবসায়ী। বুধবার বিকেলে আমার স্বামী রেজাউল মোবাইল ফোনে আমার দেবরের কাছে ফোন দেয় এবং বলে তোর ভাবীকে চিন্তা করতে বলিস না। আমার ফিরতে দেরি হবে। এরপর থেকে তার মোবাইলে আর খুঁজে পাওয়া যায়নি। আমার স্বামীর কোন শত্রু ছিল না।  বৃহস্পতিবার (২৬) সকালে বায়সা চাঁদপুর মাঠে আনসারের বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম আলী জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করেনি। পরিবারের দাবির কারণে মরদেহ পোস্ট মর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।