ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাঁচবিবিতে মিছিল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:১১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মত (সা.) কে কটূক্তির প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবাদী মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদ উত্তর গেট থেকে একটি প্রতিবাদী মিছিল  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, রাফিউল ইসলাম রুবেল, বায়তুন নুর জামে মসজিদের মুয়াজিন হাফেজ মাওলানা জামিল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে রাসুল (সা.) নামে কটূক্তির তীব্র প্রতিবাদ  করেন  এবং রামগিরি মহারাজ ও নিতেশ রানেকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভারতের পণ্য বর্জনসহ ভারত অভিমুখী লং মার্চের হুঁশিয়ারী দেন বক্তারা।