ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:২২ পিএম

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

"পর্যটন শান্তির সোপান" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিন করে। এসময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় রেলীতে অংশগ্রহনকারীরা। পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিওয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন ও কলাপাড়া উপজেলা নির্বাহী রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্য ভিত্তিক কুয়াকাটা. জিওভি.বিডি নামে একটি সরকারি ওয়েব সাইটের উদ্বোধন করা হয়। দিনভর হাঁস ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটকদের ফুল দিয়ে বরণ সহ নানা আয়োজন করা হয়।

বক্তারা কুয়াকাটাকে বিশ্ব দরবারে আরো পরিচিত বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

আরবি/জেডআর

Link copied!