ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
গাজীপুরে দিনদুপুরে ডাকাতি

কুপিয়ে ও গুলি করে সোনালী ব্যাংকের টাকা লুট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:৩৩ পিএম

কুপিয়ে ও গুলি করে সোনালী ব্যাংকের টাকা লুট

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে কুপিয়ে ও দুই আনসার সদস্যকে গুলি করে টাকা লুট করার ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এই ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদরের সোনালী ব্যাংকের এজিএম মো. শহিদুজ্জামান সমকালকে বলেন, প্রতিদিনের মতো আজও গাজীপুরের তাজ উদ্দিন মেডিকেলে সোনালী ব্যাংকের উপ-শাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য। ৬টি মোটরসাইকেলে ১২ জন ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাদের গাড়ি থামায়। এরপর টাকার ব্যাগ নিয়ে টানাটানি করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কুপিয়ে উপ-শাখার ইনচার্জ আতিকা বেগমসহ চারজনকে আহত করে। এসময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এরপর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে ৮ লাখ টাকা ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহিদুজ্জামান আরও বলেন, মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

আরবি/ এইচএম

Link copied!