ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পরে গ্রেপ্তার যুবলীগ নেতা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:২৪ পিএম

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পরে গ্রেপ্তার যুবলীগ নেতা

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে তার ভিডিও ছড়িয়ে দেয়ার পর বরগুনা থানা পুলিশ যুবলীগ নেতাকে আটক করেছে। গতকাল রাত সাড়ে নয়টার সময় শহরের দুধ পট্টিতে একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় তাকে আটক করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরের ফার্মেসি পট্টি আওয়ামী লীগের কার্যালয়ে রাতে শেখ হাসিনার জন্মদিন পালন করে ভিডিও ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি ফেসবুক পেইজে। ভিডিওতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা কেক কেটে নিজেদের মধ্যে খাওয়ার দৃশ্য ধারণ করে।

এসময় তারা জয়বাংলা স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পরে কেক কেটে জন্মদিন উদযাপন করে চায়ের দোকানে গেলে ঐ যুবলীগ নেতাকে থানা পুলিশ এসে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা থানার মামলার পুরাতন আসামি। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। 

আরবি/জেডআর

Link copied!