কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে অস্বাভাবিক ভাবে বাড়ছে যমুনার পানি।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ স্টেশনে ৬২ সেন্টিমিটার এবং কাজিপুর স্টেশনে ৬৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় সিরাজগঞ্জ স্টেশনে ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩৮ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৫২ মিটার।
অন্যদিকে কাজিপুর স্টেশনে ৬৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.২৭ মিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নাজমুল হোসাইন রূপালী বাংলাদেশকে জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। আরো কয়েকদিন পানি বাড়তে পারে। তবে আতংকিত হওয়ার কিছু নেই।
আপনার মতামত লিখুন :