ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ফের উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৪:৩০ পিএম
ফাইল ছবি

খাগড়াছড়িতে মামুন হত্যার জের ধরে সৃষ্ট সংঘাত-সহিংসতার রেশ কাটতে না কাটতেই এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম সোহেল রানা। তিনি খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।