ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

কলেজ ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যা: প্রতিবাদে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৪:১৫ পিএম

কলেজ ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যা: প্রতিবাদে বিক্ষোভ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় হাত-পা বেঁধে কলেজ ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা। বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শহরের কোর্টপাড়া এলাকায় এ বিক্ষোভ করা হয়।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় লুৎফর রহমান রুবেল (২২) নামে এক কলেজ ছাত্রকে হাত-পা বেঁধে ও কাপড় দিয়ে মুখ বেঁধে ছাদ থেকে ফেলে দেয়া হয়। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃত্যু হয়।

সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ছাত্রাবাসে থাকতেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বুধবার ওই ছাত্রাবাসের সামনে বিক্ষোভ করেছে সহপাঠীরা।

আরবি/ এইচএম

Link copied!