ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৭:৪৫ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে পূজা উদযাপন কমিটির সাথে ৩২টি পূজা মন্ডপের কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে আশ্রম প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মধ্যনগর উপজেলা ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর আশ্রম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুন সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মধ্যনগর বিশেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু সুরঞ্জন সরকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তাহেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ কামাল হোসেন, বিপ্লব তালুকদার ও নান্টু তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল ইসলামসহ মধ্যনগর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, আমরা বাংলাদেশী, আমাদের পরিচয় একটাই। এখানে ভিন্ন মতাদর্শ থাকতে পারে। কেউ হিন্দু, কেউ মুসলমান। কিন্তু দিনশেষে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। যদি দুর্গাপূজায় কোন দুষ্কৃতিকারী কোন ধরনের অপকর্ম করার চেষ্টা করে সবাই মিলে তা প্রতিহত করবেন। প্রয়োজনে আমরাও আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদান করবো।

আরবি/এফআই

Link copied!