ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ১১:১৩ এএম

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।

জানা গেছে, গত ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/জেআই

Link copied!