চট্টগ্রামে বন্দরে বাংলার সৌরভ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আগুন নেভাতে ইতোমধ্যে কোস্টগার্ডের ফায়ার ফাইটিং টাগবোট ‘প্রমত্ত রওনা দিয়েছে বলেও জানা যায়।
চট্টগ্রাম বন্দরের রেডিও কনট্রোল রুম সূত্রে জানা যায়, ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৫০ জন কর্মরত ছিলেন। রাত ২টা পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
বাংলার সৌরভ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি জাহাজ।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন মারা যান।
আপনার মতামত লিখুন :