ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

শ্রীমঙ্গলে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৮:৫৮ পিএম

শ্রীমঙ্গলে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতি বছর দুর্গাপূজার ছয়দিন আগ থেকেই দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়।

উৎসব ও আনন্দ মুখর পরিবেশে এ পূজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসছেন।

গত ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নেট ইছামতী চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার ৯টি রূপের মধ্যে (প্রথম রূপ) শৈলপুত্রী রূপের পূজা করা হয়। শুক্রবার  দ্বিতীয় দিনে দেবীর ব্রহ্মচারিণী, তৃতীয় দিন শনিবার দেবী চন্দ্রঘণ্টা, চতুর্থ দিন রবিবার দেবী কুম্মান্ডা, পঞ্চম দিন সোমবার দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দিন মঙ্গলবার দেবী কাত্যায়নী, সপ্তম দিন  বুধবার দেবী কালরাত্রি, অষ্টম দিন বৃহস্পতিবার দেবী মহাগৌরী ও নবম দিনে শুক্রবার দেবী সিদ্ধিদাত্রী পূজিত হবেন।

সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ। দেবী পার্বতীর দুর্গার রূপের নয়টি রূপকে বোঝানো হয় ৷

সরজমিন গিয়ে দেখা যায়, চারিদিকে চা বাগান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর ভিতরে গড়ে উঠেছে মঙ্গলচন্ডীর মন্দির। বাদ্যযন্ত্র, উল্লুলধ্বনি, অঞ্জলি, আরতী প্রদান করে জাঁকজমকপূর্ণ পরিবেশে ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পূজা অর্চনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে দেখা যায়। দেবী দুর্গার নবরূপের পূজা দেখার জন্য হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে থাকে।

আরবি/জেডআর

Link copied!