ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:১৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

"জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সু-শাসন" এই প্রতিপাদ্যে নানা আয়োজনে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস। আজ রোববার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেষ হয়। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্থানীয় সরকার উপপরিচালক শামীম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।