ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জীবননগর জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:৫১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জীবননগর বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। রবিবার সকাল ৯টার সময় বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার উদ্যোগে সেচ্ছাশ্রমে সীমান্ত ইউনিয়নের কয়া, হরিহরনগর,সদরপাড়া ও নতুন পাড়া গ্রামের বেশ কিছু জরাজীর্ণ রাস্তা মেরামত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আলাউদ্দিন সহকারি সেক্রেটারি জামাল উদ্দিন, ওলামা মাশায়েক সম্পাদক ওয়ালিউল আলমসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।