ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাটুরিয়া দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৫:২৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জ সাটুরিয়া  দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি কমিটির গঠন করা হয়েছে। সোমবার সকালে সাব রেজিস্ট্রার অফিসে হল রুমে কার্যনির্বাহী কমিটি কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া সাবরেজিস্ট্রার মোসা মাহমুদা খাতুন। 

সাটুরিয়া দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা  হিসাবে সাবেক সভাপতি মো. আফজাল হোসেন, মো. রবিউল আউয়াল, মো. ময়নুল হক, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুস সাত্তার নাম ঘোষণা করা হয়। সভাপতি মো. সাইফুল ইসলাম (রতন), সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. সহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (নয়ন), কোষাধ্যক্ষ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,মোঃ মীর হোসেন, দপ্তর সম্পাদক বাবুর আলী, সিনিয়র সদস্য, মো. আব্দুল মজিদ, মো. সাদ্দাম হোসেন, মো. আনিস সিদ্দিকীসহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নাম ঘোষনা করা হয়।  

সাটুরিয়া সাবরেজিস্ট্রার অফিসেরর কর্মরত সাবরেজিস্ট্রার মোসা মাহমুদা খাতুন জানান অফিসে সরকারি নিয়ম নীতি মেনে সকল কে কাজ করতে হবে। সেবা নিতে আসা  সাধারণ জনগণ, দলিল রেজিস্টির সময় কোন প্রকার হয়রানি শিকার না সে দিকে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সাটুরিয়া সাবরেজিস্ট্রার অফিসের কর্মরত নকল নবীশ ও  বিভিন্ন দলিল লেখক, সহকারী দলিল লেখকরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।