ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

রাস্তা অপসরনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৭:৩০ পিএম

রাস্তা অপসরনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় দুটি বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা অপসরন করে অন্যত্র সড়িয়ে নিতে  প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মনববন্ধন কর্মসূচি পালন করে বিদ্যালয় দুটির শতশত শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফি হোসেন, মো. জুসানুল হক, তানজিলা মিসু, স্বর্না, রুহানী সুলতানা মরিয়ম প্রমূখ

মানববন্ধনে বক্তারা জানায়, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সোনার বাংলা বাজার পর্যন্ত রাস্তাটিতে প্রায় সময়ই দূর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। এছাড়া রাস্তাটি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের চলাচল করা অত্যান্ত ঝুকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে চলমান উন্নয়নমূলক কাজ বন্ধ করা এবং রাস্তাটি অপসরন করে অন্যত্র সড়িয়ে নিতে প্রতিবাদ জানায় বক্তারা। 

আরবি/জেডআর

Link copied!