ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চৌগাছা পৌরসভা জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফের সেরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৭:৫০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছা পৌরসভা জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফের জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ নিয়ে সপ্তমবারের মত চৌগাছা পৌরসভা জেলায় শ্রেষ্টত্বের মুকুট অর্জন করলো।

সোমবার যশোর কালেক্টরেট সভাকক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসরে পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম ক্রেস্টটি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছ থেকে গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রশাসক ডিডিএলজি রফিকুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চৌগাছা পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চৌগাছা পৌরসভা তার সুনাম অক্ষুন্ন রেখেছে। বিশেষ করে স্বাস্থ্য ও টিকাদান বিভাগে কর্মরতরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমরা এ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, অল্প কিছু দিন হলো আমি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছি। এই সময় দেখেছি পৌরসভার সকল কর্মচারী প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট আন্তরিক। তাদের এ আন্তরিকতা বজায় থাকলে আমার বিশ্বাস চৌগাছা পৌরসভা দেশের অন্যতম একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।