ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

পাইকগাছায় প্রতি মন্দিরে ২০ হাজার টাকা করে সরকারি অনুদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:২৬ পিএম

পাইকগাছায় প্রতি মন্দিরে ২০ হাজার টাকা করে সরকারি অনুদান

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্দিরে ২০ হাজার টাকা করে সরকারি অনুদান বিতরণ করা হয়ছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুদান বিতরণ পুর্ব আলোচনা প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু।

পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর (ওসি) অপারেশন রঞ্জন কুমার গাইন, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় জাপা‍‍`র সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর, জামায়েত নেতা মাও. আমিনুল ইসলাম, মাও. আলতাফ হুসাইন,সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, মোর্তজা জামাল আলমগীর রুলু, ইসলামী আন্দোলনের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃী. ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মুরারি মোহন সরকার, কৃষ্ণেন্দু দত্ত, পৌর পূজা কমিটির সভাপতি বাবু রাম মন্ডল, পৌর হিন্দু বৌদ্ধ খৃী. ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, শংকর দেবনাথ, স্বপন সাহা, পিযুষ সাধু, তুষার কান্তি মন্ডল, রামপ্রসাদ সানাসহ সকল পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা। 

উল্লেখ্য, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৩০ টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

আরবি/জেডআর

Link copied!