চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজির সংঘর্ষে ৮ মাস বয়সী মালিহার মৃত্যু হয়েছে। এসময় আহত হয় একই পরিবারের ৭ জন সদস্য। তারা সকলেই সিএনজির যাত্রী।
সোমবার ৭ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের জড়ঝড়ি ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয়রা উ`দ্ধা`র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মালিহাকে মৃত ঘোষণা করেন এবং বাকি আ`হ`ত`দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।আ`হ`ত এবং নি`হ`ত বরইতলি ইউনিয়নের মইন্নাকাটা ৭নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানাগেছে।
নিহতের স্বজরা জানায় -বরইতলি থেকে সিএনজি যোগে ঈদঁগাওতে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহীন জানায় চট্টগ্রাম মুখী হানিফ পরিবহন ও কক্সবাজার মুখি সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।