বগুড়া শাজাহানপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা শুরু হতে যাচ্ছে। দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম ও থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
সোমবার (৭ অক্টোবর) বিকালে গন্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম মন্দির, আদিকালীবাড়ি মন্দির, চকজোড়া সর্বজনীন দুর্গা মন্দির, আশেকপুর পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানান, পূজা মন্ডপের দ্বায়িত্বশীল ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা, সিসি ক্যামেরা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরে সার্বক্ষণিক আলোকসজ্জা করার পরামর্শ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চন্দ্রসহ সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।