শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত রাণীশংকৈলের মৃৎশিল্পীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:৫৪ পিএম

প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত রাণীশংকৈলের মৃৎশিল্পীরা

ছবি: রূপালী বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে রাণীশংকৈল উপজেলার মন্ডপে মন্ডপে। প্রতিমা তৈরির শেষ মূহুর্তে ব্যস্ত কারিগরা। প্রতিমা গুলোতে মাটির মূর্তি বানানোর কাজ শেষে এখন প্রতিমা গুলোতে রং ও তুলির কাজের শেষ মূহুর্ত। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির প্রতিমা তৈরির কারিগররা। তাদের নিপুণ হাতে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ। পূজার সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত এক করছেন তারা। তাদের সুনিপুণ কারুকাজে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো। উপজেলায় ৮ টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৫৪ টি পুজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা কাজ। রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ অন্যান্য দেবতাদের প্রতিমা।

প্রতিমা তৈরির কারিগর জগন্নাথ রায় ও দীনাবন্ধু রায় জানান, প্রতিটি প্রতিমা তৈরিতে আকারভেদে  আমরা মজুরি নিচ্ছি ২৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। প্রতি বছরের চেয়ে এবছর প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় এক-একটা প্রতিমা তৈরিতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে বলে জানান তারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্তদেব জানান, ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরির কাজ শেষে রঙের কাজের শেষ মূহুর্ত। আমাদের রাণীশংকৈলে কোনো সমস্যা নাই। আমরা মনে করি আনন্দঘন ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী মাঠে কাজ করবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!