ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে লিখন দাস (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ পুকুর হতে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রুহিয়া পশ্চিম ইউনিয়নের এমপির মোড়ের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লিখন ঠাকুরগাঁও সদর উপজেলার মন্ডলাদাম গ্রামের এমপির মোড় এলাকায় শ্রী প্রসাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু পুকুরের পাশে খেলা করছিল। তারা পুকুরের পানুতে লাশ ভাসতে দেখে চিতকার শুরু করে। পরে স্থানীয়দের মাধ্যমে পাওয়া সংবাদে অবগত হয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ধারণা মৃত লিখন মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়তে পারে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
রুহিয়া থানার ওসি শহিদুল রহমান বলেন, পানিতে ডুবে মৃত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত লিখন একজন মৃগী রোগী বলে জানিয়েছে পরিবারের লোকজন।