সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ এর শ্রেষ্ঠ উদ্যোক্তা মনোনীত হয়েছেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর তাড়াশ শাখার সত্যাধিকারী ও ৬ নং সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মামুন খান। তিনি পৌর শহরের মৃত গফুর খানের মেজো ছেলে। “জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন “এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ৬ অক্টোবর সকালে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খালিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেনর উপস্থিতিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে মামুন খান কে মনোনীত ঘোষণা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ ক্রেস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা।
মামুন খান বলেন আইন অনুযায়ী, বর্তমানে সব পর্যায়ে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ নিবন্ধন করা বাধ্যতামূলক। সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে। পাশাপাশি উদ্যোক্তা হয়ে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন একটি গুরত্বপূর্ণ বিষয়। এতে নানা ত্রুটি থাকলেও সমন্ময়ের ভিত্তিতে সেগুলো দূর করতে হবে।