নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ওই আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৬০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। এতে অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। জলঢাকা পৌর এলাকার দক্ষিণ কাজির হাট হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়াছিন আলী আদালতে মামলাটি দায়ের করেন।মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সাদ্দাম হোসেন পাভেল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌরসভার সাবেক নাসিব সাদিক নোভা প্রমুখ।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট আসামিরা লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল ইত্যাদি মারাত্মক অস্ত্র নিয়ে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে। এতে বাদী ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাদীর মাথায় ৬টি ও উরুতে ৮টি সেলাই প্রদান করা হয়।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, `গতকাল সোমবার বাদী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি এফ.আই.আর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।`