ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কুতুবদিয়ায় চার জলদস্যু আটক

এস কে লিটন, কুতুবী
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ১০:২৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল সোমবার দিবাগত রাতে অভিযানে কুতুবদিয়া উপকূলের চার জলদস্যু আটক করেছে। এ অভিযানে তল্লাশি চালিয়ে আটক জলদস্যুদের নিকট হতে একটি বিদেশি অস্ত্র, দেশীয় অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করে। 

আটককৃতরা হলেন, উত্তর ধূরুং ইউনিয়নের মৃত আব্দুল মোতালেবের পুত্র  মোহাম্মদ ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত (৪৫), কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মৃত গোলাম মাবুদের পুত্র মোহাম্মদ সুজা উদ্দিন (৩৮), আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর এলাকার মোহাম্মদ সিকদার মিয়ার পুত্র মো. সাহেদ (৩৬), একই এলাকার মৃত মোজাফফর হোসেনের পুত্র মোহাম্মদ নেসার (৩৮)।