কুষ্টিয়ায় এ বছর ৩০ টি মন্ডপে হচ্ছে না দুর্গোৎসব। জেলা পূজা উৎদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক রূপালী বাংলাদেশকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর কুষ্টিয়ায় ২৫৬ টি মন্ডপে দুর্গোৎসব পালিত হয়। এ বছরে ৩০টি কমে সর্বশেষ ২২৬ টি দুর্গোৎসব পালিত হচ্ছে। ২২৬ টি দুর্গোৎসবের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৭১টি, খোকসা উপজেলায় ৬০টি, কুমারখালী উপজেলায় ৫৪টি, মিরপুর উপজেলায় ২৬টি, দৌলতপুর উপজেলায় ৭টি এবং ভেড়ামারা উপজেলায় ৮টি পুজা করা হচ্ছে। তবে কি কারণে গত বছর থেকে এ বছর ৩০ টি পুজা কম হচ্ছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, এ বছর দুর্গাদেবী আসছে দোলায় চড়ে। যার ফল “মড়ক”। আর দেবী ঘোটকে গমন করবেন। যার ফল “ছত্রভঙ্গ”। ৯ অক্টোবর থেকে শুরু সনাতন ধর্মাম্বলী হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় উৎসব “শারদীয় দুর্গোৎসব”। ১৩ অক্টোবর দশমী। এই দিন প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী দুর্গোৎসবের আয়োজন।
পঞ্জিকা সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর শ্রীশ্রী শারদীয় দুর্গাদেবীর শুক্লা পঞ্চমীবিহিত পূজা সায়ংকালে দুর্গাদেবীর বোধন। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর বৃহস্পতিবার নবপাত্রকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা। ১১ অক্টোবর শুক্রবার “মহাষ্টমী”, দেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা। ১২ অক্টোবর শনিবার দেবীর শুক্লা মহানবমীবিহিত অধিক পূজা পরে দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এছাড়া পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :