ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পদ্মা নদীতে বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০১:৫৬ এএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালু তোলাকে কেন্দ্র করে দু‍‍`পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলেন-কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে হুমায়ন শেখ (২৭) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৪)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন বেশ কয়েকজন। দুপুরে দুটি ট্রলারে কয়েকজন তাদের  লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘাতে এই ঘটনা ঘটেছে। এর আগে ওই বালু ঘাটের ইজারা ছিল সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের। তিনি জেলা যুবলীগের আহবায়ক ছিলেন। দুজন আহত হয়েছেন।