জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রচার ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্যরা অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫ টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করে সমিতির সদস্যরা।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, উদয়পুর ইউনিয়নে দুধাইল গ্রাম থেকে তেলিহার হয়ে গোবিন্দগঞ্জ থানার শেষ সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার উভয় পাশে ইউক্যালিপ্টাস গাছ রোপন করে পরিচর্যা করেছেন তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
চুক্তির সময়সীমা শেষ হলে সমিতির সদস্যগণ ও ইউপি প্রতিনিধি উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে ৭ জন ডাককারী অংশগ্রহণ করে এর মধ্যে সর্বোচ্চ ডাককারী মো. রুহুল আমিনকে ১৫ লক্ষ টাকা দিয়ে গাছ দেন।
গত ৪ অক্টোবর ঠিকাদার রুহুল আমিন গাছ কর্তন করতে গেলে সমিতির মধ্যে ভাংঙ্গন ও সন্দেহ অনুপ্রবেশ করানোর জন্য কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু সাংবাদিক পায়তারা করে আজকে ৮ অক্টোবর মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে `দরপত্র ছাড়াই বনায়নের ১২৬৫ গাছ বিক্রি শিরোনামে` প্রকাশ ও প্রচার হওয়ায়, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
পরে সমিতির ৯০ জন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে উম্মুক্ত আলোচনা শেষে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেন সমিতির সদস্যরা।
সমিতির সাধারণ সম্পাদক তানজির আহমেদ সাকিব বলেন আমার বিরুদ্ধে সমিতিকে না জানিয়ে গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ একেবারে ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমিতির কোন সদস্যের কোন লিখিত অভিযোগ নেই, সংবাদ প্রকাশের পর আজকে বিকেলে উপজেলা প্রশাসনে এসে দেখলাম এক সাংবাদিক নিজেই অভিযোগ দিয়েছেন।
সমিতির সদস্য ফরহাদ হোসেন ও জহুরুল ইসলাম বলেন, আমরা সমিতির সদস্য ও ইউনিয়ন পরিষদ এ বিষয়ে দেখভাল ও যাবতীয় সিদ্ধান্ত নিবো, বাইরের মানুষ ও হলুদ সাংবাদিকদের এত মাথা ব্যাথা কেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, চুক্তিপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও সমিতি এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিবেন। গাছ কর্তনের বিষয়ে জেলা প্রশাসককে অবগত করে, তাঁর নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :