ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ১০:৪৯ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদ। ছবি: রূপালী বাংলাদেশ

মৌলবাজারের বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজানের বাবা বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় মার্যদায় সমাহিত করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় সুড়িকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শফিক উদ্দিন আহমদ গত মঙ্গলবার সকালে দক্ষিণ সুড়িকান্দি গ্রামে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিজানের বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!