জেলার বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া ৭১ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল মেহেরপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম হারিয়ে যাওয়া প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন তুলে দেন।
পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম জানান-মেহেরপুর সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্তে ভুক্তভোগীদের জেনারেল ডায়রী তথা জিডির বিবরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর সেপ্টম্বর ২০২৪ মাসে মোট ৭১টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে মেহেরপুর সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১ টি এবং মুজিবনগর থানার ২৩ টিসহ সর্বমোট ৭১টি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :