ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৪:০৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির পুজা মন্ডপ পরিদর্শন ও তার পাশে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ত্রিশাল মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, যুগ্ম আহ্বায় আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিতায় চন্দ্র রায় প্রমুখ।