ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বগুড়ায় বিলের পানিতে দুই শিশু শিক্ষার্থীর লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৬:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার গাবতলী উপজেলার ডাঙার বিল থেকে ভাসমান অবস্থায় দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকার ডাঙার বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহতরা হলো-গাবতলীর মিরপুর গ্রামের প্রতিবন্ধী মামুন মিয়ার কন্যা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিশা খাতুন (১০) এবং একই এলাকার আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রত্যাশা খাতুন (১১)।

নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার আগে এলাকার তিন শিশু একসঙ্গে ডাঙার বিলে গোসল করতে পানিতে নামে। সাতাঁর না জানার কারণে দুই শিশু পানিতে তলিয়ে যায়। পথচারীরা দুই শিশুকে ভাসমান ও মৃত অবস্থায় পানি থেকে তুলে ডাঙার পাড়ে আনেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করলেও তাদের পরিবার কোনো অভিযোগ করেনি। যে কারণে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।