ভোলায় একটি পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় আটককৃত যুবক শিমুল চন্দ্র (৩৫)কে বৃহস্পতিবার সকালে ভোলার আদালত প্রেরণ করা হয়েছে। আটককৃত ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী। এ ঘটনায় অনেকে এটিকে দেশ ও সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে করছেন। তারা শিমুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছেন।
ভোলা সদর থানার ওসি জানান, বুধবার (৯ অক্টোবর) দুপুরে দায়িত্বরত অবস্থায় থানার এএসআই মানিক ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনাস্থল থেকে শিমুলকে আটক করেন।
পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তের কথা ছিলো। তবে, শিমুল যে মানসিক ভারসাম্যহীন এমন কোন তথ্য প্রমাণ পুলিশ চেয়েও পায়নি বলে জানান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী।