ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযান, ১৪ জনের জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর ঠিক রাখতে গাইবান্ধায় আজ ভোক্তা অধিকার সংরক্ষনের কর্মকর্তা পুরাতন বাজারে অভিযান চালায়। এতে মুল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি সহ নানা কারনে ১৪ জন ব্যবসায়ীর কাছে জরিমানা আদায় করেছে।

ভোক্তা অধিকার সুত্রে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে অভিযান চালায়। এসময় তারা বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকা, সরকারী নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা ,ও খাসি বদলে ভেড়ার মাংশ বিক্রি সহ নানা অপরাধে ১৪ জন ব্যবসায়ীকে ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক পরেশ চন্দ্র অভিযানের নেতৃত্ব দেন।