জয়পুরহাটের কালাইয়ে সমাজ কল্যাণ সমবায় সমিতি উদ্বোধন হয়েছে।
শনিবার (১২আগস্ট) বিকেল পাঁচটায় উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুরা বাজারে আনুষ্ঠানিকভাবে এ সমিতির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সৈয়দ আ. ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামুরা-বাসুরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম।
উদ্বোধন অনুষ্ঠানে সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মনসুর রহমান বলেন, আমরা প্রথম পর্যায়ে সমিতির মাধ্যমে উদয়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাস্তা মেরামত, গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করাসহ ইত্যাদি কাজ করে যাব। এজন্য স্থানীয়দের সহযোগিতা দাবি করেন তিনি।
এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সমিতির সদস্যদের মাঝে ৩০ টি টি-শার্ট বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :