ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেহেরপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৩:২৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল দশটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়, র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে বিভিন্ন দুর্যোগকে কিভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেহেরপুরের একটি মহড়া অনুষ্ঠিত হয়। পরে আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সার স্টেশন অফিসার শামিম রেজা প্রমুখ।