নাটোরের বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়নে ওয়ারিসপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর গ্রামের সোলায়মান আলী খাঁনের ছেলে। এঘটনায় গুরুত্বর আহত রানাকে নামে এক জনকে রামেক এ পাঠানো হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ওয়ারিশপুর গ্রামের তোরাব আলীর সাথে প্রতিবেশী রানার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার সকালে তোরাব তার কলাবাগানে জমে থাকা পানি অপসারণের জন্য নালা কেটে পাশের রানার পুকুরে ফেলার সময় রানা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত তোরাব আলীকে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তোরাবকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় গুরুতর আহত রানা নামে অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।