ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় "আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এক র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়ারেন্ট ইন্সপেক্টর ওয়াসি আজাদ উপস্থিত সবার মাঝে অগ্নিকান্তের দূর্ঘটনার বিষয়ক সচেতনতা প্রদান করেন পাশাপাশি উপস্থিত সবার সামনে অগ্নিকান্ডের হাত থেকে বাঁচার কৌশল প্রদর্শন করেন।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোজাহারুল হক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানূর জাহান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূইয়া, সিনিয়র সাংবাদিক মো. শামসুল ইসলাম লিটন, মো. জিহাদুল হক, প্রেস ক্লাব এর দপ্তর সম্পাদক শাহনেওয়াজ, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় উপস্থিত আলোচনা সভায় সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।