ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কটিয়াদীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ফৌজিয়া খান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৬:২৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিভিন্ন নেতৃবৃন্দ। কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎস মূখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা।

শনিবার (১২ অক্টোবর) রাত ০৮টা থেকে মধ্যরাত পর্যন্ত কটিয়াদী উপজেলার পৌর সদরের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্যাট ফৌজিয়া খান।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন পুর সার্কেলের সুজন চন্দ্র সরকার, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, সাধারন সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, উপদেষ্ঠা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ ধর্ম বিয়ষক সম্পাদক জীবন চন্দ্র দাস, কটিয়াদী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.
ইলিয়াস আলী, সদস্য সচিব ও পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান প্রমূখ, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিত সাহা প্রমূখ।

পূজারীদের সাথে মত বিনিময় শেষে কটিয়াদী পৌর উদযাপন কমিটির সভাপতি বাবুজিত সাহার হাতে কিছু বস্ত্র উপহার দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্যাট ফৌজিয়া খান ও সাথে আসার অতিথিবৃন্দ।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ বলেন, সবসময় জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পাশে ছিলেন। কিশোরগঞ্জের কোথাও কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার প্রত্যেকটি উপজেলাতেই শান্তিপূর্ণ ও উৎস মূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে।