শরীয়তপুরের ডামুড্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪। রোববার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা হলরুমে দিবসের এবারের প্রতিপাদ্য ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিচুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডামুড্যা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. দাউদ। ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু বলেন, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভাল মানুষ হতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভাল পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভাল হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার উপর।
এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডামুড্যা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. দাউদ এর নেতৃত্বে ওই মহড়ায় ডামুড্যা ফায়ার সার্ভিসের সদস্য ও স্কাউটের সদস্যরা অংশ নেয়।
এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়েছে।
পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ডামুড্যা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :