"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন হল রুম উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় এ র্যালিও আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ শামসুল হক রাকিব,উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা মহসিনা সুবান,উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন ২০০৯ সাল থেকে সারা পৃথীবির সাথে বাংলাদশে ও দিবসটি পালিত হচ্ছে এখানে জনগনকে সচেতন করা মুখ্য উদ্যেশো। দুরযোগ থেকে বাঁচতে হল আমাদের বেরি বাধ, নদী ভাঙ্গনরোধো কাজ করতে হবে, এবং ঝড় ও জলোচ্ছ্বাসের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ আশ্রয় চলে যাওয়া।