মুন্সীগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রোটারী ক্লাব বিক্রমপুর। রোববার (১৩ অক্টোবর) শ্রীনগর উপজেলার কামারগাও আইডিয়াল হাইস্কুলে এ ক্যাম্প অয়োজন করা হয়।
রোটারি ইন্টারন্যাশনালের অন্তর্ভূক্ত ক্লাবটি সামাজিক সেচ্ছাসেবার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেছে। এসময় প্রায় চার শতাধিক রোগী এই ক্যাম্প থেকে সেবা গ্রহণ করে।
ক্যাম্পে সেবা গ্রহীতারা বিনামূল্যে ত্বকের রোগ, সাধারণ মেডিসিন, ডায়াবেটিস, গাইনোকোলজি এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করতে পেরেছেন। রোটারি ক্লাব অব বিক্রমপুর এর সভাপতি দীয়া মোহাম্মদের সার্বিক তত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়েছে।
স্বাস্থ্য ক্যাম্পে সেবা দেওয়া ডাক্তারা হলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাবেক সিনিয়র উপদেষ্টা এবং রোটারি ক্লাব অব বিক্রমপুরের সাবেক প্রেসিডেন্ট ডা. এম মুজাহেরুল হক, অধ্যাপক ডা. নুরুল গনি, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. সাইফুর রহমান, ডা. সুমাইয়া আলম।
এই ক্যাম্পে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ পেয়েছেন এবং এতে চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৪ শত রোগী মেডিকেল ক্যাম্প থেকে সেবাগ্রহন করে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :