মজুরদের জমা বিহীন পেনশন,রেশনিং ব্যবস্থা চালু ও স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদের দাবিতে রোববার গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে। বাংলদেশ ক্ষেতমজুর সমিতির ডাকে দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসার্স মার্কেটের সামনে এই কর্মসুচিতে বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, ময়নুল কবীর মন্ডল, জাহাঙ্গীর ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন,দ্রব্য মুল্যের উর্ধগতির কারনে সাধারন ক্ষেটে খাওয়া মানুষ তিন বেলা ক্ষেতে পারছেনা । হাটে মাঠে কোন কাজ নেই । এদিকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় মুন্যের চড়া দামের কারনে তাদের ধার দেনার মধ্যে কোন মতো দিন পার করতে হচ্ছে। তাই এই সরকারের দৃষ্টি আকর্শন করে বলেন, ৬০ বছর বয়স হলেই জমা বিহিন পেনশন ব্যবস্থা চালু করলে মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে।