ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৯:৩০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সুবহানের ছেলে। 

শিশুটির পরিবার জানায়, সোহরাব সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, সাপে কামড় দেয়া শিশুটিকে তার পরিবার জরুরি বিভাগে নিয়ে আসে। তার শরীরিক পরিক্ষা-নিরিক্ষার পর জানা যায়
হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।