নরসিংদীর পলাশ বাইপাস সড়কের বেহাল দশা-দেখার নেই কেউ-শিরোনামে সংবাদ প্রকাশের পর সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়ে যায় সড়কটি। এতে প্রায়ই বিকল হয়ে যেতো ছোট বড় যানবাহন, ঘটতো দুর্ঘটনা।
এ নিয়ে গত শুক্রবার (১১ অক্টোবর) রুপালী বাংলাদেশ অনলাইন সংস্করনে; ‘‘নরসিংদীর পলাশ বাইপাস সড়কের বেহাল দশা-যেন দেখার নেই কেউ” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এর তিনদিন পর বাইপাস সড়কটি সংস্কারের কাজ শুরু করলেন নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বড় বড় গর্ত থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় সড়কটি।
এ কারণে প্রায় সময়ই সড়কটি দুর্ঘটনা ঘটতো উল্লেখ করে গাড়ি চালক, শফিকুল, সোহরাব, কালাম, মানিকসহ স্থানীয়রা বলেন, অবশেষে বাইপাস সড়কের সংস্কার কাজ করা হচ্ছে। এতে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সড়কের সংস্কার কাজটি শেষ হলে দুর্ভোগ আর থাকবে না।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এ.এইচ.এম.ফখরুল হোসাইন বলেন, এ ধরণের সমস্যা তুলে ধরলে কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রকাশের পর এ সড়কের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :