মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশী অভিযানে গত দুই সপ্তাহে বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সিআর ২৭৮/২৩ (রৌমারী) এর ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার কালীঘাট রোড উত্তর রামনগর গ্রামের আমুর আলীর ছেলে মঈন উদ্দিন ও মঈন উদ্দিনের ছেলে আল আমীনকে গ্রেফতার করা হয়।
৪ নভেম্বর উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের জিআর ৪২/১৮ (কর্ণফুলী) এর ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মৃত ইসমাইল মিয়ার ছেলে মো: আরজু মিয়া এবং নারী ও শিশু ২০০/১৭, পিটিশন ৫৯৩/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার পূর্ব মাঝডি পাহাড় গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
৫ নভেম্বর উপজেলার উত্তর ভাড়াউড়া চা বাগানে অভিযান চালিয়ে জিআর ১২৯/১৭ (শ্রী.) এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মৃত তাপেশ্বর লাল রবিদাস এর ছেলে অমৃত লাল রবিদাস আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১২টি মামলাও রয়েছে। অন্যদিকে কুঞ্জবন গ্রাম থেকে জিআর ১২৭/২০১৮ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত আসামী আঃ রহমানের ছেলে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
৬ নভেম্বর শ্রীমঙ্গলের উত্তরসুর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামী মো. রুমন মিয়া, জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামী সোনার বাংলা রোড দক্ষিণ এর বাসিন্দা হাজী আব্দুল মান্নান এর ছেলে আব্দুর রহিম ও জিআর ৩১৬/২২ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত আসামী জালালিয়া রোডের মো. কালা মিয়ার ছেলে মো: রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
৭ নভেম্বর উপজেলার জাকছড়া চা বাগানের জিয়ার ১২৭/৬ (সদর) এর ওয়ারেন্টভূক্ত আসামি মৃত গোপাল মৃধার ছেলে রামু মৃধাকে গ্রেপ্তার করা হয়।
৮ নভেম্বর কালীঘাট রোড দক্ষিণ সুইনগইড় এলাকার আব্দুর রহমান এর ছেলে সিআর ৮৯/২০২৪ (কেরানীগঞ্জ) এর ওয়ারেন্টভূক্ত আসামি মো. ইউছুব মোল্লা, জালালিয়া রোডের মৃত আনিছ হোসেনের ছেলে জিআর-৩৮৩/২২ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত আসামি মালেক হোসেন, সোহেল মিয়া পিচ্চি সোহেলকে গ্রেপ্তার করা হয়।
৯ নভেম্বর উপজেলার যাক ছড়া চা বাগান থেকে ১৮৭/০৬ এর ওয়ারেন্টভূক্ত আসামী কৃষ্ণ মৃধার ছেলে সূর্য মৃধা, পশ্চিম ভাড়াউড়ার যত্রিক মিয়ার ছেলে সিআর সাজা পারিবারিক মামলা নং- ১৬/২২ এর পলাতক আসামী মো. সেলিম মিয়া ও কটিয়ার কোনা গ্রামের আব্দুল কাইয়ুম এর ছেলে সিআর ৫০১/২৪ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত আসামি সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়।
১০ নভেম্বর উপজেলার রাধানগর গ্রামের মৃত রেজান রেজান উদ্দিন এর ছেলে জিআর ২৯৭/২১ ( শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভুক্ত আসামি খালেক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
১১ নভেম্বর উপজেলার কালীঘাট চা বাগান মৃত মন্তাজ আলীর ছেলে সিআর সাজা প্রাপ্ত না শিশু ৩৫/২০২০ এর পরোয়ানাভুক্ত আসামী মো. শহিদ আলীকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে শ্রীমঙ্গল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ভূনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মো. রুহুল আমিন টুকুকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
১২ নভেম্বর উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আনিসুর রহমান এর তদারকীতে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ ফোর্স অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা যায়।
আপনার মতামত লিখুন :