শরীয়তপুর ডামুড্যায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামের এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে। অভিযুক্ত মো: শরিফ মাঝি ছাত্রলীগের কর্মী ও একই এলাকার জাহাঙ্গীর মাঝির ছেলে। ঘটনার পর থেকে শরীফ মাঝি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সাথে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারামারির সৃষ্টি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির উপর হামলা চালা। একপর্যায়ে সিরাজ মাঝি মাটিতে পড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামায়াত নেতা সিরাজ মাঝির মেয়ে সামিয়া আক্তার বলেন, ওরা অনেক বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছিল। স্থানীয় শালিসগন কাগজ পত্র অনুযায়ী জমি ভাগ করে দিলে, আমার বাবা দখলকৃত জমি উদ্ধারে গেলে ছাত্রলীগ কর্মী শরিফ মাঝি ঝগড়ার সৃষ্টি করে প্রথমে রড দিয়ে পিটিয়ে আমার মা`কে পাশের একটি ছোট খালে ফেলে দেয়ে। এরপর আমার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে মটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আমি আমার বাবা হত্যার বিচার চাই।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান বলেন, সিরাজুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে তেমন কোন বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :